অবিরাম বাংলা ২৪: নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ জনসমাবেশে নারায়ণগঞ্জ জেলা জাসাসের সিনিয়র যুগ্ম সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে নেতাকর্মীদের অংশগ্রহণ।
৩০ জুলাই সোমবার বিকাল চার ঘটিকায় সাইনবোর্ড এলাকায় পাসপোর্ট অফিসের সামনে জেলা বিএনপির আয়োজনে প্রত্যেকটি উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের হাজারো নেতাকর্মীর জড়ো হয়।
উক্ত বিক্ষোভ সমাবেশে জাসাস নেতা আলমগীর হোসেন এর নেতৃত্বে নেতাকর্মী রা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে এবং জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন সহ প্রত্যেকটি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
এ সময় নারায়ণগঞ্জ জেলা জাসাসের সিনিয়র যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন রানা বলেন, আমরা আমাদের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আছি থাকবো। যতই বাধা হামলা মামলা করা হোক না কেন আমাদেরকে কোনভাবেই আটকাতে পারবেনা এই সরকার। এই সরকারের পতন ঘটিয়ে আমরা বাড়ি ফিরবো ইনশাল্লাহ।
Leave a Reply