অবিরাম বাংলা ২৪ঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত ও পুষ্প অর্পণ করেছেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
গত ১২ ই জুলাই বুধবার সকালে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত পুষ্প অর্পণ আয়োজনে নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী জসীম উদ্দীন ও কুতুবপুর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাজী মীর হোসেন মিরুর নেতৃত্বে ৫০ টি গাড়িতে প্রায় ৩০০ এর অধিক নেতাকর্মী নিয়ে সেখানে উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ নিহত পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন।
এসময় কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর হোসেন মীরু বলেন, আমাদের দেশ নেত্রী জাতির জনক শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ ৪ আসনের মাননীয় সংসদ একেএম শামীম ওসমানকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত করে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনবো। বিএনপি ও জামাতের নৈরাজ্য ঠেকাতে আমরা প্রস্তুত রয়েছি। আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে দোয়া ও পুষ্প অর্পণ করেছি এবং এখান থেকে আমরা আওয়ামী লীগের নির্বাচনী কার্যক্রমে ইতিমধ্যে মাঠে নেমেছি এবং বাংলাদেশ আওয়ামী লীগকে আবারো বিজয়ী করে তবেই আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ।
শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ নিহত পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ জসিম উদ্দিন ও আরো ৪ ৫ ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হাওলাদার, ফতুল্লা থানা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ইউনুস দেওয়ান, ৪ ৫ ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস এম নাজমুল হাসান লিটন, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সদস্য এম ও এফ খোকন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক লুৎফর রহমান চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুল হক সিকদার, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোজাফফর হোসেন, ফতুল্লা থানা কৃষক লীগের সভাপতি বিএম কামরুজ্জামান আবুল, ফতুল্লা থানা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মোতালেব মোল্লা, ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পিন্টু, নারায়ণগঞ্জ জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক ডাক্তার রফিক সহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কমপ্লেক্স অ্যাডমিন ভবনে রক্ষিত পরিদর্শন মন্তব্য লিখে স্বাক্ষর করেন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বিভিন্ন দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করেন।
Leave a Reply