অবিরাম বাংলা ২৪ : এক দফা দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়া পল্টনের সামনে আয়োজিত ঐতিহাসিক মহাসমাবেশে কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে নেতাকর্মীদের অংশগ্রহণ।
১২ ই জুলাই বুধবার সকাল ১২ ঘটিকায় প্রথমে আনোয়ার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা নটরডেম কলেজের সামনে জড়ো হয়। পরবর্তীতে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশ স্থলে উপস্থিত হয়।
এ সময় কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হোয়াট বলেন, আমরা বিগত সময়ে বেশ কিছু দাবি নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। তবে আজ আমাদের এই মহাসমাবেশে শুধুমাত্র এক দফা আন্দোলন নিয়ে ঘর থেকে বের হয় রাজপথে নেমেছি। আর এই এক দফা দাবিটি হলো এই স্বৈরাচার সরকারের পদত্যাগ এবং একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রতিষ্ঠা করা। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে।
Leave a Reply