অবিরাম বাংলা ২৪: বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন এর দ্বি-বার্ষিক পরিচালনা পর্ষদ নির্বাচনের নিট ঐক্য ফোরামের সেলিম সারোয়ার প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ইসদাইর বাংলা ভবনের হল রুমে এই পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
এসময় নিট ঐক্য ফোরামের সেলিম নিট ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক সেলিম সারোয়ার বলেন, আমি ২০১৮ সনের নিটিং ওনার্স এসোসিয়শনের নির্বাচনী নিট মালিকদের ভোটে জয়ী হয়ে সর্বদা ব্যবসায়ীদের পাশে থেকে সেবা করেছি। এমনকি করোনার সময় ব্যবসায়ীদের খোঁজ খবর রেখেছি। তারাও আমার সাথে তাদের দুঃখ কষ্ট শেয়ার করতে পেরেছে। করোনার ব্যবসায়ীদের নানা সমস্যা নিয়ে সরকারি মহলে কাজ করেছি। তাই আমি মনে করি তারা এবারও আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। তাছাড়া আমি জয়ের বেপারে শতভাগ আশাবাদি। তিনি আরও বলেন, আমাদের বিপক্ষ প্যানেলের কেউ কেউ আমাদের নিয়ে অপ প্রচার চালাচ্ছেন। আমি মনে করি তারা এই ভাবে অপ প্রচার না চালিয়ে ভোটারদের কাছে গিয়ে ভোট চাক। কেননা অপ প্রচার করে ভোট পাওয়া যায় না।
তিনি নির্বাচনের ইশতেহার উল্লেখ্য করে বলেন, নিটিং ব্যবাসয়ী মালিকরা আমাদেরকে ভোটের মাধ্যমে জয়ী করলে নিটিং এর ন্যায্য মজুরী বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবো। বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়শন এর সদস্য সংগ্রহের ব্যাপারে কাজ করব। নিটিং ও কালার মালিকদের ভ্যাট ট্যাক্স, ফায়ার, কল কারখানা লাইসেন্স সহ অন্যান্য যে কোন জটিলতা নিরসনের জন্য এডভাইজার/আইনজ্ঞ নিয়োগ দেওয়া হবে। বিদ্যুৎ অফিসের কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে নিটিং ও কলার মালিকদের সমস্যা সমাধানের চেষ্টা করব। নিটিং মালিকদের ফ্লোর ভাড়ার ব্যাপারে মধ্যস্থতাকারীর মাধ্যমে মুক্ত পরিবেশ তৈরীতে জোরালো ভূমিকা পালন করব। সরকারের পক্ষ থেকে নিটিং ও কলার মালিকদের আপদকালিন মুহুর্তে আর্থিক প্রণোদনার ব্যবস্থা করব। নিটিং শিল্পে অপারেটর সংকট মোকাবেলায় প্রয়োজনীয় পরিকল্পনার ব্যবস্থা নিব। আমরা জয়ী হয়ে দায়িত্ব নিলে ব্যবসায়ীদের সকলকে নিয়ে কাজ করে যাবো।
সেলিম সারোয়ার এর প্যানেলে আছেন- সেলিম সারোয়ার, মো. আবুল বাশার, মো. কামাল হোসেন, রকিবুল হাসান রাকিব, মিজানুর রহমান (মিজান), আবু বকর সিদ্দিক আবুল, নির্মল চন্দ্র রায়, মো. মজিবর রহমান, নুরুজ্জামান খাঁন, মো. রায়হান, মো. সিরাজুল ইসলাম চৌধুরী, মো. আবু জাফর হাওলাদার, মো. বশির আহমেদ, মো. মহসীন মুখা, মো. আলী রেজা, মো. শফিকুর রহমান, আবু সাইদ, জাকির হোসাইন, মো. কোরাইশ মল্লিক, মো. মাসুম, মো. সাইদুর রহমান, মো. ইদ্রিস মিয়া ও মো. দুলাল হোসেন।
উল্লেখ্য, গত ১৬ মার্চ ২০২৩ বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন এর দ্বি-বার্ষিক নির্বাচন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৮ জুন ২০২৩ বৃহস্পতিবার এসোসিয়েশন কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন এর দ্বি বার্ষিক নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন বোর্ডে চেয়ারম্যান- মোহাম্মদ হাতেম, সদস্য- মো. নাজমুল আলম ও ফারুক বিন ইউসুফ পাপ্পু। এবং নির্বাচন আপীল বোর্ডে চেয়ারম্যান- মো. আমির হোসেন বাদশা মিয়া, সদস্য- আশিকুর রহমান ও সোহেল আক্তার সোহান এবং নির্বাচন বোর্ডের সচিব মো. সিরাজুল ইসলাম দায়িত্ব পালন করবেন।
Leave a Reply