অবিরাম বাংলা ২৪: ৮ বছর পর জাতীয় দলে সুযোগ পাওয়া ও বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টোয়েন্টি ম্যাচে ৩-০ ব্যবধানে সিরিজ জয় হওয়াই রনি তালুকদারকে নিজ এলাকার সামাজিক সংগঠন পাগলা পুর্বপাড়া (বৈরাগী বাড়ী) যুব সমাজের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।
১৬ মার্চ বুধবার বৈরাগী বাড়ী মসজিদ মাঠে রনিকে ফুল দিয়ে ও কেক কেটে এই সংবর্ধনা দেয়া হয়।
এই সময় উপস্থিত ছিলেন,যুবলীগ নেতা ইমরান হোসেন ইদরান,পাগলা পুর্বপাড়া (বৈরাগী বাড়ী যুব সমাজের সভাপতি রিপন মৃধা,সাধারণ সম্পাদক (সাংবাদিক) সাব্বির শেখ,পাপ্পু, খলিল,অপু,শান্ত,হাসান,বাসার,সাকিল,সজিব,অন্তর,সাঈদ,রিফাত,মুন্না,শাহিন,কাউছার,বিজয়,রিফাত,জিহাদ,চঞ্চল, ও অন্যান্য সদস্যবৃন্দ।
Leave a Reply