অবিরাম বাংলা ২৪ঃ ফতুল্লায় স্বেচ্ছাসেকলীগ নেতা মীর হোসেন মীরুর বাড়ীর গেইটের সামনে বোমা বিষ্ফোরনের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন হয়েছে। ১৪ জানুয়ারী (শনিবার) দুপুরে ফতুল্লা প্রেসক্লাবে পৃথকভাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মীর হোসেন মীরু অভিযোগ করে বলেন, ফতুল্লার কুতুবপুর বৌ-বাজার বটতলা এলাকার ইমরান ও আক্তারুজ্জামান লিমন এবং চাঁদ সেলিমের সাথে তার পূর্ব শত্রুতা চলে আসছিল। এরই রেশ ধরে শনিবার দিনগত রাতে ইমরান ও আক্তারুজ্জামান লিমন এবং চাঁদ সেলিমসহ অজ্ঞাতনামা কয়েকজন দুষ্কৃতিকারী তার বাড়ীর সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকে এবং এক পর্যায়ে মীরুর বাড়ীর গেইটে বাহির থেকে বন্ধ করে ককটেলের বিষ্ফোরন ঘটায়। এ ঘটনায় মামলা দায়েরের জন্য ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অপরদিকে, একই সময়ে স্বেচ্ছাসেবকলীগ নেতা মীরুর বাড়ীতে ককটেল বিষ্ফোরনের ঘটনায় উল্টো অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন চাঁদ সেলিম নামের এক যুবলীগ নেতা। সংবাদ সম্মেলনে চাঁদ সিকদার সেলিম অভিযোগ করেন, পাওনা টাকা আত্মসাতের জন্যই স্বেচ্ছাসেবকলীগ নেতা মীর হোসেন মীরু ককটেল বিষ্ফোরনের নাটক মঞ্চস্থ করেছেন। মূলত তার খালু শুশুরের নিকট একটি জমি বিক্রির কথা বলে মীর হোসেন মীরু ৫ লাখ ৫০ হাজার টাকা বায়না করেন। কিন্তু মীর হোসেন মীরু জমির বায়না করেও প্রতারনা মূলকভাবে অন্যত্র বায়নাকৃত জমি বিক্রি করে দেন। গত কয়েকদিন ধরে তার খালু শুশুর ওসমানের নির্দেশক্রমে মীর হোসেন মীরুকে বায়না বাবদ প্রদান করা সাড়ে ৫ লাখ টাকা ফেরত প্রদানের জন্য চাঁপ দিয়ে আসছিল। আর এতেই ক্ষিপ্ত হয়ে উঠে মীর হোসেন মীরু তার বাড়ির সামনে ককটেল বিস্ফোরনের নাটক সাজিয়ে তার খালু শুশুরের বায়না বাবদ দেয়া অর্থসাতের হীন চেষ্টায় লিপ্ত রয়েছে মীরু। আর এজন্যই বাড়ীর সামনে ককটেল বিষ্ফোরনের নাটক মঞ্চস্থ করেছেন। এদিকে এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। যেকোন সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘাঁর শংকা করছেন এলাকাবাসী। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
Leave a Reply