অবিরাম বাংলা ২৪ঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা শাহী বাজার আমতলায় দুই দিনব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিলের প্রথম দিনের ওয়াজ শুরু হয়েছে হয়েছে।
উপজেলার কুতুবপুর ইউনিয়নের আমতলা এলাকায় শাহী মদিনা জামে মসজিদের উদ্যোগে( ১১ ডিসেম্বর) রোববার বাদ আসর থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে মাহফিলের প্রথম দিনের কার্যক্রম। দ্বিতীয় দিন সোমবার বাদ আসর থেকে শুরু হয়ে গভীর রাতে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শেষ হবে।
১ম দিনে মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন হযরত মাওলানা নেয়ামত উল্লাহ চাঁদপুরী। প্রধান অতিথি ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু।
প্রধান অতিথির বক্তব্যে মনের আলম সেন্টু বলেন, আমরা সারাদিন সব কাজই করতে পারি কিন্তু নামাজের সময় মত আমরা নামাজ আদায় করতে পারি না। আমাদের যে কাজ থাক না কেন নামাজের সময় হলে সবাই নামাজ পড়বেন। আল্লাহতালা আমাদের সৃষ্টি করেছেন শুধুমাত্র তার এবাদত করার জন্য। আল্লাহকে পেতে হলে নামাজ পড়তে হবে। তাই আজ থেকে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করব।
তিনি আরো বলেন, বর্তমানে শাহীবাজার এলাকাটি মাদকের স্পটে পরিণত হয়েছে বলে আমি জানতে পেরেছি। আমি ঐ সকল মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলছি সময় মতো আপনারা ভালো হয়ে যান তা না হলে আপনাদের কপালে অতিশীঘ্রই ভয়াবহ দুর্যোগ নেমে আসবে। মাদক ছেড়ে আসেন সমাজ গড়েন সমাজের উন্নয়ন করেন। আমি চেয়ারম্যান হিসেবে আপনাদের দায়িত্ব নেব।
কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড মেম্বার বাবুল মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সদস্য এম ও এফ খোকন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আলাউদ্দিন হাওলাদার, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডঃ আনোয়ার হোসেন।
Leave a Reply