অবিরাম বাংলা ২৪ঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক বেপারীর উদ্যোগে মিলাদ মাহফিল ও তোবারক বিতরণ করা হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) দুপুরে কুতুবপুর ইউনিয়নের সাইনবোর্ড এলাকায় এ শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান।
আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত আলী, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, নারায়ণগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দীন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মানিক চাঁন, রাসেল মোল্লা, আক্তার হোসেন প্রমুখ।
মিলাদ মাহফিল শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদের রুহের মাগফেরাত কামনা বিশেষ মোনাজাত এবং উপস্থিত কয়েক শতাধিক মানুষের মাঝে রান্নাকরা খাবার খিচুড়ি বিতরণ করা হয়।
Leave a Reply