অবিরাম বাংলা ২৪ঃ জমে উঠেছে পাগলা বাজার ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতির নির্বাচন।আগামী ১৯ আগস্ট নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা তফসিল ঘোষণার পর থেকেই সাধারণ ব্যবসায়ীদের দ্বারেদ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন।পাগলা বাজারের উন্নয়নে কাজ কাজ করার জন্য প্রার্থীরা দিয়ে যাচ্ছেন নানান প্রতিশ্রুতি ।
তারই ধারাবাহিকতায় পিছিয়ে নেই পাগলা বাজার ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতির কোষাধ্যক্ষ পদপ্রার্থী জাহিদ হাসান বেলাল এর আগে দুই দুইবার তিনি এই পদে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন।
এ বিষয় পাগলা বাজার ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতির কোষাধ্যক্ষ পদপ্রার্থী জাহিদ হাসান বেলাল বলেন, বিগত দিনে আমি দুই দুইবার পাগলা বাজার নির্বাচনে বিজয়ী হয়েছিলাম আর সেটা সম্ভব হয়েছে এই পাগলা বাজার ব্যবসায়ীদের ভালবাসার কারনে। তারা আমাকে দুই দুইবার তাদের মূল্যাবান ভোট দিয়ে জয়যুক্ত করেছিল আমি তাদের কাছে কৃতজ্ঞ। তাই তাদের দোয়া ও ভালবাসার কারনে আমি আবারও কোষাধ্যক্ষ পদে নির্বাচন করতে চাচ্ছি।আমি আমার প্রিয় ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্য বলতে চাই আমি আপনাদের সুখে দুখে পাশে ছিলাম আগামীতেও থাকতে চাই তাই আপনাদের দোয়া ভালবাসা সহযোগীতার প্রয়োজন। আগামী ১৯ আগস্ট নির্বাচনের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি যাতে করে আমি আবার পূনরায় নির্বাচিত হয়ে ব্যবসায়ী ভাইদের কল্যানে কাজ করতে পারি।
Leave a Reply