অবিরাম বাংলা ২৪ঃ মুসলমানদের প্রানের স্পন্দন সর্ব প্রথম এবং সর্ব শেষ নবী যাকে সৃষ্টি না করলে তামাম পৃথিবীর কিছুই সৃষ্টি হত না তিনি হলেন হযরত মোহাম্মদ (সাঃ) আর তাকে ও আয়শা সিদ্দিকা (রাঃ) কে নিয়ে ভারতের নূপুর শর্মার কুরুচিপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুরের বিভিন্ন এলাকায়।
১০ জুন শুক্রবার জুম্মার নামাজের পর কুতুবপুরের নয়ামাটি মুসলিম পাড়া এলাকায় ফতুল্লা থানা আওয়ামীলীগের কার্যকরী সদস্য ও ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার আলাউদ্দিন হাওলাদারের উদ্যোগে আওতাধীন সকল মসজিদের মুসুল্লিগন এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন। তা ছাড়াও শাহী বাজার, পাগলা, রসুলপুর সহ ফতুল্লার বিভিন্ন এলাকায় এই প্রতিবাদ সভা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
একদিকে যেমন জুম্মার নামাজের পর সকল মসজিদের মুসলিগন নবীর প্রেমে রাস্তায় নেমে এসেছে অন্যদিকে নবী প্রেমিক নারীরাও রাস্তায় নেমে এসেছে বিভিন্ন পোস্টার ও ব্যানার হাতে নিয়ে। নারী পুরুষ উভয়ের স্লোগান ছিল বিশ্বনবীর অপমান সইবে না মুসলমান ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান।
এসময় বক্তারা বলেন আমরা মুসলিম আমাদের ধর্ম নিয়ে যদি কেউ কোন রকম খারাপ মন্তব্য করে আমরা তা কখনোই মেনে নিব না। আমাদের নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আয়শা সিদ্দিকা (রাঃ) কে নিয়ে ভারতের নূপুর শর্মার কুরুচিপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানাই। এবং নূপুর শর্মার ফাঁসি চাই।
Leave a Reply