মোঃহানিফ উদ্দিন সাকিব
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায়,মানববন্ধন করেছে,স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ।
রবিবার ( ৫ জুন) সকালে,স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ছাত্র / ছাত্রীদের চলমান উপবৃত্তি বন্ধ করার প্রতিবাদে এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করার লক্ষ্যে,হাতিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের উদ্যোগে,হাতিয়া উপজেলা পরিষদ চত্বরে,এ
মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ঐক্যজোট,হাতিয়া উপজেলা কমিটির সভাপতি মোঃ ইয়াকুব আলী,সহ-সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক আবুল হোসেন মিলন,সহকারী সাধারণ সম্পাদক আ,ন,ম সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুর রহমান,সাংগঠনিক সম্পাদক নূরনবী সহ আরও অনেকে।
মানববন্ধনে বিভিন্ন বক্তাগণ তাদের বক্তব্যের মাঝে একটাই দাবি করেন,স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বন্ধ উপবৃত্তি চালু করণ,এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গুলো জাতীয়করণ করা। এছাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি থেকে বঞ্চিত না করা।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে স্বারকলিপি প্রদান করেন।
তাং ৫/৬/২২ ইং
Leave a Reply