অবিরাম বাংলা ২৪ঃদক্ষিন কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়নের কাওটাইল ঋষিপাড়া এলাকায় স্বদেব নামে ২৫ বছরের এক যুবকের আত্মহত্যা।
১২ ই মার্চ শনিবার সকাল ৭ ঘটিকায় কোন্ডা ইউনিয়ন ঋষিপাড়া এলাকায় স্বদেব নামের ২৫ বছরের নিহত সেই যুবক স্বেচ্ছায় আত্মহত্যা করার জন্য গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা চেষ্টা করলে আশেপাশের লোকজন দেখতে পেয়ে নামিয়ে তাৎখনিক ভাবে তাকে হাসপাতালে নিলে গেলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত বলে ঘোষণা করে।
প্রাথমিক সুত্রে জানা যায়, নিহত যুবক স্বদেব দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন।আর্থিক ভাবে সফল না থাকায় নিজের চিকিৎসা ঠিক ভাবে করাতে পারতেন না। তাই এলাকার অনেকেই ধারণা করছেন হয়তো নিজের ঠিকমতো চিকিৎসা না করতে পেরে দুঃখ ও ক্ষোভ নিয়েই আত্মহত্যা করতে।আর এই আত্মহত্যা খবর শুনে এলাকার হাজার মানুষ জমায়েত হয়েছে।
স্বদেবের আত্মহত্যার কয়েক ঘন্টা পার হলেও এখন পর্যন্ত প্রশাসনের কাউকে দেখা যায়নি।
Leave a Reply